ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

উইকেট বিলিয়ে দেওয়ার তাড়া ছিল ব্যাটসম্যানদের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মিরপুর যেন উইকেট বিলিয়ে দেওয়ার রঙ্গমঞ্চ! বাংলাদেশ ব্যাটসম্যানদের দিকে তাকালে এই কথার সঙ্গে দ্বিমত করার জো নেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমত উইকেট বিসর্জনের অদ্ভূত প্রতিযোগিতায় মেতে উঠেছেন ব্যাটসম্যানরা! ব্যাটসম্যানদের ব্যাটিং দেখলে মনে হবে প্যাভিলিয়নে পরম আকর্ষণীয় কিছু একটা রেখে তারা ক্রিজে গিয়েছেন। দ্রুত ফিরতে পারলেই বাঁচা!

একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন মমিনুল ও মুশফিক। এই দুজন ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি। কে কত দ্রুত আউট হতে পারবেন সেই তাড়াই যেন ছিল ব্যাটসম্যানদের মধ্যে।

এছাড়া আউটগুলো দেখতে বুঝা যায় যে, কতটা আনকোরা শর্ট খেলেছেন টাইগার ব্যাটসম্যানরা। মনে হয়েছে শ্রীলংকা বোলারা তাদের কাছে আনপ্লেয়েবল।  

বিশেষ করে লিটন দাস, মাহমুদুল্লাহ, সাব্বির, মিরাজ, আবদুর রাজ্জাকরা কেউ-ই চার ওভারের বেশি ক্রিজে থাকতে পারেননি। চার ব্যাটসম্যান ছাড়া বাদবাকি সবার স্কোর এক অংকের কোটায়। দুই অংক ছোঁয়া চার জনের মধ্যে দুজনের রান বিশের নিচে। তারা হলেন ইমরুল ১৭ ও লিটন ১২। প্রতিরোধ গড়ার চেষ্টা করে আউট হয়েছেন মমিনুল ৩৩ ও মুশফিক ২৫।

ফল যা হবার তাই। ১২৩ রানে অলআউট বাংলাদেশ। ত্রিশ ওভারও খেলতে পারল না ১০ ব্যাটসম্যান। ২০ ওভারে যেখানে ৪ উইকেট। সেখানে ২৯ ওভার তিন বলে সবাই আউট। শেষ ৬ ব্যাটসম্যান মিলে খেলতে পারলো না ১০ ওভারও।

প্রথম ইনিংসে ১১০ রানে আউট হওয়ার পর সব ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরও একটি পালক যুক্ত হল। ২১৫ রানের বিশাল হার বাংলাদেশের। মিরপুর টেস্ট হেরে সিরিজও খোয়াতে হলো হাথুরে শিষ্যদের কাছে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি