ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোনালদোর সঙ্গে বন্ধুত্ব হবে না: মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বছরে দু-একবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সামান্য কথাবার্তা আর করমর্দনের আনুষ্ঠানিকতা রক্ষা ছাড়া বিশেষ কোনো উষ্ণতা দেখা যায় না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্কে। বরং দুজনের সম্পর্কটা বেশ শীতল।

এবার মেসি দাবি করেছেন, রোনালদোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর ভবিষ্যতেও বন্ধুত্ব গড়ে উঠবে না।

দুজন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করায় তাদের মধ্যে বন্ধুত্ব না থাকাটাই স্বাভাবিক। তবে প্রতিদ্বন্দ্বিতা নয়! মেসি বলছেন, এর পেছনে অন্য কারণ রয়েছে। তিনি বলেন, একসঙ্গে সময় কাটানো ও একে অপরকে জানার মাধ্যমে গড়ে ওঠে বন্ধুত্ব। কিন্তু আমাদের মধ্যে সেই সুযোগ হয় না। কারণ শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের দেখা হয়। সেখানেই একটু টুকটাক কথা হয়। এভাবে বন্ধুত্ব গড়ে উঠতে পারে না।

মেসি আরও জানান, তাদের সব কিছুই ঠিকঠাক। তবে দুজনের জীবন দুদিকে প্রবাহিত।

রোনাল্ডোর চলতি মৌসুমটা ভালো কাটছে না। ভীষণ গোলখরায় ভুগছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার অফফর্মে লা লিগা ও কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল। এখন স্বপ্ন হয়ে রয়েছে কেবল চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা মেসি অনন্য নৈপুণ্যে কোপা ডেল রের ফাইনালে তুলেছেন বার্সাকে। লা লিগা শিরোপার দৌড়ে রেখেছেন শীর্ষে। সেই সঙ্গে ইউরোপ-সেরার প্রতিযোগিতাতেও রেসে রেখেছেন কাতালানদের।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি