ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘অপ্রতিরোধ্য মেসিকে রোখা যাবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য বার্সা তারকা লিওনেল মেসিকে থামানো অসম্ভব হয়ে উঠতে পারে বলে সতীর্থদের সতর্ক করেছেন চেলসি ফরোয়ার্ড আলভারো মোরাতা।

প্রসঙ্গত, স্ট্যামফোর্ড ব্রিজে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে আগামী ২০ ফেব্রুয়ারি বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি।

এবারের মৌসুমে বার্সেলোনা শুরু থেকেই দারুণ ফর্মে আছে। ইতিমধ্যে তারা নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল। আর সব দিক বিবেচনায় চেলসির বিপক্ষে কাতালান ক্লাবটিকেই ফেভারিট মনে করছেন ফুটবল বোদ্ধারা।

অপরদিকে দারুণ ফর্মে আছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসিও। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২৭ গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় মোরাতের ভাষায়, আর্জেন্টিনার অধিনায়ককে আটকানো চেলসির জন্য কঠিন এক চ্যালেঞ্জ। মনে হচ্ছে, মেসিকে থামানো যাবে না। তবে ভালো ফল পেতে হলে, জায়গা নিয়ে রক্ষণাত্মক খেলতে হবে। যতটা সম্ভব তাদের আটকানোর চেষ্টা করতে হবে।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি