ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওভারে চার উইকেট নেওয়া চামিন্দার সেই ইনিংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:০২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

চামিন্দা ভাস, নামটি শুনলেই টাইগার ভক্তদের কাছে ভেসে ওঠে ২০০৩ এর চিত্র। প্রথম তিন বলে তিন উইকেট। হয়ে গেল হ্যাট্টিক। এরপরও ক্ষান্ত হননি ভাস। পরের বলে চার খেয়ে, এর পরের বলে আবারও উইকেট। এতে প্রথম ওভারেই ৪ উইকেট তুলে নেন চামিন্দা ভাস। আজ থেকে ১৫ বছর আগে টাইগারদের ওপর এ ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন ভাস।

ভাসের প্রথম তিন বলে যথক্রমে আউট হন হান্নার সরকার, মোহাম্মদ আশরাফুল এবং এহসানুল হক। শূণ্য রানে তিন উইকেট হারিয়ে যখন তখন অবস্থা বাংলাদেশের। ওই মুহূর্তে ব্যাটিংয়ে নামেন সানোয়ার হোসেন। নেমেই বাউন্ডারি হাঁকান তিনি। এরপরই ভাসের বাউন্সের ফাঁদে পা দেন সানোয়ার। ফলে আবারও স্লিপে ক্যাচ। আরও একটি উইকেটের পতন। ব্যাস এক ওভারেই শেষ চার উইকেট।

এরপর আরও দুই উইকেট পেয়ে টাইগারদের একেবারে ধসিয়ে দেন ভাস। এক প্রান্তে উইকেট আগলে ধরলেও পরবর্তীতে আল-শাহরিয়ারও ফেরেন সিলভার হাতে ক্যাচ দিয়ে। ওই ম্যাচে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেছিলেন অলক কাপালি। আর ২৮ রান করেছিলেন বর্তমান দলপতি মাশরাফি বিন মুর্তজা। চামিন্দা টর্নোডোতে মাত্র ৩১ ওভারেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ফলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান তোলে টাইগাররা।

চামিন্দাভাসের সেই ধ্বংসযজ্ঞকে পরবর্তীতে আল-শাহরিয়ার বর্ণনা করেছিলেন, ওই সময় ক্রিজে ভৌতিক কাণ্ড ঘটে গিয়েছিল। তবে যে যাই বলুক চামিন্দা বাস কিন্তু এ সবেরও ঊর্ধে। ৯ ওভার ১ বলে ২৫ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন ভাস।

তবে চামিন্দা ভাসের আসল রেকর্ডটাতো এখনো বলা হয়নি। ২০০১ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৯ রানে ৮ উইকেট নিয়ে একাই ইনিংসের সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন ভাস। এতে মাত্র ৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ে তখন র‌্যাংকিংয়েও ভাল অবস্থায় ছিল। এন্ডি ফ্লাওয়ার, গ্রান্ড ফ্লাওয়াররা মাত্র ১ রান করে আউট হয়ে যান। দুয়ে অঙ্কের ঘরে পৌঁছান মাত্র একজন। ওই ম্যাচে শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী হয়।

সূত্র: ইউএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি