ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নেই তামিম, আছে চার নতুন মুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

টি-২০ ক্রিকেটে মারমার কাট কাট টাইগার-ব্যাটসম্যান বলতে যাকে বুঝায়, পারফেকশনিস্ট হয়ে ওঠা সেই তামিম ইকবাল-ই নেই দলে। ইনজুরির জন্য ছিটকে গেলেন তিনি। ধরেছেন সাকিব-আল-হাসানের পথ। এতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে দলে ডাকা হয়েছে নতুন চার মুখকে।

অভিষেক হওয়া নতুন চারজন হলেন, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু এবং আরিফুল হক। আর আজকের ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে ওই চার জনের।

এদিকে চারজনের তিনজন-ই গত বিপিএলে দারুণ পারফরমেন্স করেছেন। এ তিনজন হলেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হক। আর আফিফ হোসেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ ঝলক দেখিয়েছেন।

এদের মধ্যে আরিফুল হক অল-রাউন্ডার। অন্যদিকে নাজমুল ইসলাম , আফিফ হোসেন ও জাকির হোসেন-তিন জন-ই বামহাতি ব্যাটসম্যান। তবে ইতোমধ্যে, জাকির হোসেন ইতোমধ্যে ৯ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, আফিফ হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি