সৌম্য ঝলকে পাওয়ার প্লেতে ৭১
প্রকাশিত : ১৭:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
শ্রীলংকার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ও দ্বিতীয় টেস্টের দু:স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের।
টি-টুয়েন্টি সিরিজের শুরুটা হলো টস জয়ের মধ্য দিয়ে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে কয়েন নিক্ষেপ করতে নেমে জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
ব্যাটিংয়ে শুভ সূচনা এনে দিয়েছেন ওপেনার সৌম্য ও অভিষেক হওয়া জাকির হোসেন। সৌম্য স্বভাবসুলভ মারকুটে ব্যাট করছেন।
সৌম্য ঝলকে পাওয়ার প্লে-তে ৭১ রান আসে বাংলাদেশের। সৌম্য ব্যাট করছেন ৪৭ রানে। এ রান করতে তিনি বল খরচ করেন মাত্র ২৮। দুই ৬ এবং চার মারেন ৬ টি।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ৭৯/১। মুশফিক ব্যাট করছেন ১৯ রানে। বল খরচা করেছেন মাত্র ১৯ টি। জাকির আউট হয়েছেন ১০ রানে।
/ এআর /