ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেই সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

নির্বাচকদের আশা ছিল অন্তত দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন সাকিব আল হাসান। তবে আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় মাঠের বাইরেই থাকতে হচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

সাকিবকে দলের বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দেবেন মাহমুউল্লাহ।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোট শঙ্কায় দলে আসা মোহাম্মদ মিঠুন টিকে গেছেন দলে। এই চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তামিম। তবে শঙ্কা কাটিয়ে খেলেন মুশফিক।

প্রথম টি-টোয়েন্টিতে রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন জায়গা ধরে রেখেছেন দলে। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেট হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু।

কেআই/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি