ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে চায় বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে কোনোভাবেই সফরকারীদের সাথে পেরে ওঠেনি টাইগাররা। জয় পেতেই দল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।

দুই ম্যাচে নামানো হয়েছে ৬ জন নতুন ক্রিকেটারকে। ফলাফলে তেমন কোনো পরিবর্তন হয়নি। তাই নিজেদের পরীক্ষিত অস্ত্র মাশরাফিকে টি-টোয়েন্টি দলে ফেরানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাটিকে টি-টোয়েন্টি দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা করবে বিসিবি।

শ্রীলঙ্কা নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘নিদাহাস’ ট্রফি নামে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। যা আগামী ৮ মার্চ শ্রীলঙ্কায় শুরু হবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও এতে অংশ নেবে ভারত। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

এর আগে গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মাশরাফি। যেখানে ম্যাচের আগে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে নিজেকে অবসরের ঘোষণা দেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি