ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আইসিসির অনুমোদন পেল কানাডার টি-২০ লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কানাডায় প্রথমবারের মত অনুষ্ঠিতব্য টি-২০ লীগ আয়োজনের জন্য সবুজ সংকেত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টরেন্টোর তিন ভেন্যুতে আগামী জুলাই মাসে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের টি-২০ ফ্রিল্যান্সার ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রত্যেক দলে স্থানীয় চার ক্রিকেটারকে রাখতে হবে। এই টুর্নামেন্ট পরিচালনার জন্য বিখ্যাত সাবেক খেলোয়াড়দের নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট এডভাইজরি বোর্ড গঠন করা হবে।

ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর মত সকলেই টুর্নামেন্টে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত কানাডাতে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যেই এমন আয়োজন করা হচ্ছে।

কানাডা ক্রিকেট বোর্ড সভাপতি রনজিত সাইনি বলেন, ‘কানাডিয়ান ক্রিকেটকে বদলে দিতে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ এবং সুন্দর ও সফলভাবে এ টুর্নামেন্ট আয়োজনে ক্রিকেট কানাডা প্রস্তুত।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি