পিসিএলে ছন্দেই আছেন মোস্তাফিজ
প্রকাশিত : ২১:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারসের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সোমবার আবুধাবির শারজায় পিএসএলে করাচি কিংসের বিপক্ষে বল হাতে মাত্র ২২ রানের খরচে ১ উইকেট নিয়েছেন ফিজ।
কিন্তু তার মন্দ ভাগ্য, লাহোর কালান্দারস দিনের ম্যাচটা হেরে গেছে। এ নিয়ে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল ফিজের দল লাহোর।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল করাচি। মোস্তাফিজ (১/২২) ছাড়াও তার দলে সুনীল নারাইন (২/১৮) ও ইয়াসির শাহ (২/২৫) উইকেট নিয়েছেন। তবে ম্যাচে লাহোরের ব্যাটসম্যানরা হতাশ করেছেন তার দলকে। শহীদ আফ্রিদি ও উসমান খানের বোলিংয়ে ১৮ ওভার ৩ বলে ১৩২ রান করে গুটিয়ে যায় লাহোর। করাচির হয়ে আফ্রিদি ১৯ রানে তুলে নেন মূল্যবান ৩ উইকেট। আর উসমান নেন ২৬ রানে ৩ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজ বোলিং-এ এসে নিজের প্রথম বলে বাবর আজমের উইকেট তুলে নেন। এ সময়ে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
ওই ওভারে উইকেট মেডেন দিয়ে শুরু করেন ফিজ। পরের ওভারে ৭ রান দিয়ে শেষ হলো প্রথম স্পেল। ইনিংসের শেষ পথে ১৬ ও ১৮তম ওভারে ব্যাটসম্যানরা যখন রান তুলতে মরিয়া, তখন দুই ওভারে ১৫ রান দেন তিনি। ৪ ওভারে মাত্র দুটি বাউন্ডারি আর ১৩টি ডট বল দিয়েছেন। দুই ইনিংস মিলিয়েই সর্বোচ্চ ডট বাংলাদেশের এ কাটার মাস্টারের।
আর/টিকে