ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

পিসিএলে ছন্দেই আছেন মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারসের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সোমবার আবুধাবির শারজায় পিএসএলে করাচি কিংসের বিপক্ষে বল হাতে মাত্র ২২ রানের খরচে উইকেট নিয়েছেন ফিজ।

কিন্তু তার মন্দ ভাগ্য, লাহোর কালান্দারস দিনের ম্যাচটা হেরে গেছে। নিয়ে টানা তিন ম্যাচে হারের মুখ দেখল ফিজের দল লাহোর।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল করাচি। মোস্তাফিজ (১/২২) ছাড়াও তার দলে সুনীল নারাইন (২/১৮) ও ইয়াসির শাহ (২/২৫) উইকেট নিয়েছেন। তবে ম্যাচে লাহোরের ব্যাটসম্যানরা হতাশ করেছেন তার দলকে। শহীদ আফ্রিদি ও উসমান খানের বোলিংয়ে ১৮ ওভার ৩ বলে ১৩২ রান করে গুটিয়ে যায় লাহোর। করাচির হয়ে আফ্রিদি ১৯ রানে তুলে নেন মূল্যবান ৩ উইকেট। আর উসমান নেন ২৬ রানে ৩ উইকেট।

ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজ বোলিং-এ এসে নিজের প্রথম বলে বাবর আজমের উইকেট তুলে নেন। এ সময়ে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবরকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।

ওই ওভারে উইকেট মেডেন দিয়ে শুরু করেন ফিজ। পরের ওভারে ৭ রান দিয়ে শেষ হলো প্রথম স্পেল। ইনিংসের শেষ পথে ১৬ ও ১৮তম ওভারে ব্যাটসম্যানরা যখন রান তুলতে মরিয়া, তখন দুই ওভারে ১৫ রান দেন তিনি। ৪ ওভারে মাত্র দুটি বাউন্ডারি আর ১৩টি ডট বল দিয়েছেন। দুই ইনিংস মিলিয়েই সর্বোচ্চ ডট বাংলাদেশের এ কাটার মাস্টারের।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি