ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজিএমইএ ফুটবল কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিজিএমইএ ফুটবল ফুটবল টুর্নামেন্টের দুইটি `বোল সেমিফাইনাল’ ও দুইটি `সেমিফাইনাল কাপ’ পর্বের মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উত্তরা ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে এ খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলা বোল সেমিফাইনালে এসপায়ার গার্মেন্টসকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ভার্সাটাইল গ্রুপ বোল ফাইনালের টিকেট নিশ্চিত করে। ভার্সাটাইল গ্রুপ এর গোলকিপার জামাল এ খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহন করেন। অপরদিকে দ্বিতীয় বোল সেমিফাইনালেও ট্রাইব্রেকারে ফরটিস্ গ্রুপ ৫-৪ গোলে মেহনাজ ষ্টাইল এন্ড ক্রাফট লিমিটেডকে হারায়। এ খেলায়ও ফরটিস্ গ্রুপ এর গোলকিপার শাহিন ম্যান অব দ্যা ম্যাচ হন।

অন্যদিকে দিনের সেমিফাইনাল কাপ এর প্রথম খেলায় লায়লা গ্রুপের বান্দো ডিজাইন লিমিটেডকে ৬-০ গোলে নাসা গ্রুপকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে ফাইনাল কাপ খেলার যোগ্যতা অর্জন করে। বান্দো ডিজাইন লিমিটেডের ইমরান তিন গোল করে এ খেলায়ও ম্যান অব দ্যা ম্যাচ হন। তাছাড়া দিনের সর্বশেষ সেমিফাইনাল কাপ খেলাটিতে সেলফ ইনোভেটিভ এর প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয় কমফিট কম্পোজিট।

আগামীকাল বুধবার সন্ধা সাড়ে ৬টায় থেকে ‘বোল ফাইনাল’, ‘প্লেট সেমিফাইনাল’ ও ‘তৃতীয় স্থান নির্ধারণ’ পর্বের তিনটি খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে । সম্পূর্ন অ্যামেচার এই টুর্নামেন্টটি আগামী ২ মার্চ বিকেল সাড়ে ৩টায় আর্মি ষ্টেডিয়ামে ফাইনাল এর মাধ্যমে শেষ হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি