ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আঙুলে চোট : শ্রীলংকায়ও অনিশ্চিত সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীলংকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে নাম রয়েছে ঘরে মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব আল হাসানের। সাকিব দলে ফেরায় আশাবাদী নিযুত ক্রিকেটভক্ত। তবে শঙ্কা পুরোপুরি কাটে নি। সাকিবের আঙুল ভালো সময় লাগবে আরও অন্তত দুই সপ্তাহ।  
সাকিব কি নিদহাস ট্রফিতে খেলতে পারবেন? গুঞ্জন নয় বড় শঙ্কা। বর্তমানে হাতের আঙুলের চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থানরত সাকিবের আগামী দুই সপ্তাহের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের নিদহাস ট্রফি খেলা নিয়ে আছে জোর সংশয় ও সন্দেহ।
আগে জানা গিয়েছিল, ত্রিদেশীয় ট্রফির এক বা দুই ম্যাচ মিস করতে পারেন সাকিব। কিন্তু এখনকার খবর, পুরো নিদহাস ট্রফিতে তার মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। সূত্র জানিয়েছেন, ব্যাংককে যে হাসপাতালে সাকিব চিকিৎসারত, তার ডাক্তাররা তাকে অন্তত দুই সপ্তাহ ফিজিওথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন। এবং সেটা থাইল্যান্ডে থেকেই।
এদিকে সাকিব ব্যাংককের ডাক্তারের পরামর্শ নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন। এখন বোর্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে, থেরাপি কি ব্যাংককে না দেশে এনে দেওয়া হবে। অথবা দলের সঙ্গে শ্রীলঙ্কা নিয়ে সেখানে থেরাপি দেয়া। যাতে সুস্থ হলে মাঠে নামতে পারে।
প্রসঙ্গত, নিদহাস ট্রফিতে অংশ নিচ্ছে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ। টাইগারদের গ্রুপ পর্বের শেষ খেলা ১৬ মার্চ। সেক্ষেত্রে শেষ ম্যাচে সাকিবের সার্ভিস পেতে পারে বাংলাদেশ। তার আগে নয়।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি