ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঢাকা ঘুরে গেলেন লিভারপুল কিংবদন্তি জন বার্নস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১ মার্চ ২০১৮

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা ঘুরে গেলেন জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় জন বার্নস। একদিনের সফরে গতকাল বুধবার ঢাকা এসেছিলেন ক্লাবটির সাবেক এই উইংগার।

৮০ এবং ৯০ এর দশকে ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটানো জন বার্নস ঢাকা আসলে তাঁকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এদিন সকালেই তিনি ব্যাংকের গ্রাহকদের সন্তানদের এবং ব্যাংকের গোল প্রজেক্টের কিশোরীদের নিয়ে একটি ফুটবল ক্যাম্প পরিচালনা করেন। এসময় অংশগ্রহণকারীরা কিংবদন্তী জন বার্নস এর কাছ থেকে ফুটবল খেলার বিভিন্ন কৌশল সম্পর্কে জানার সুযোগ পায়।

এছাড়াও একই দিন সন্ধ্যায় ব্যাংকের নির্দিষ্ট কিছু গ্রাহকের সাথে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন জন। এসময় তাঁদের সাথে সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে জন তার খেলোয়ার জীবনের কিছু স্বরণীয় ঘটনার কথা তুলে ধরেন এবং গ্রাহকদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটান বলে ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় ব্যাংকটির  বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “লিভারপুল এফসি এবং ইংল্যান্ড জাতীয় দলের জীবন্ত কিংবদন্তি জন বার্নস-কে আমাদের গ্রাহক ও তাদের পরিবারের সামনে উপস্থাপন করতে পারা ব্যাংকের জন্য অসাধারন এক সন্মান এবং আনন্দের বিষয়। জন তার পুরো খেলোয়ারী জীবনে লিভারপুলের মূল্যবোধকে সমুন্নত রেখেছেন। ব্যাংকের এবং ক্লাবের মূল্যবোধ অনেকটাই এক। ব্যাংক আমাদের কাছে ইতিবাচক মনোভাব আশা করে, দল হিসেবে সঠিক কাজ আশা করে কেননা আমরা একসাথে ভালো করি, এবং আমাদের গ্রাহক, রেগুলেটর, স্টেকহোল্ডার ও সহকর্মীদের সাথে পারস্পারিক মিথস্ক্রিয়ার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা দৃঢ়ভাবে অংগীকারবদ্ধ।”   

ব্যাংকটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিভারপুল এফসি লক্ষ লক্ষ ফ্যান নিয়ে বিশ্বে সর্ববৃহত একটি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত। ২০১০ সাল থেকে লিভারপুল এফসির প্রধান ক্লাব স্পন্সর হতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গর্বিত। লিভারপুল এফসি ব্যাংকের অ্যাসোসিয়েশনকে তাদের উল্লেখযোগ্য কিছু জিনিসের ক্ষেত্রে বিশেষ প্রবেশাধিকার দিয়েছে  যেগুলো বিশেষ কিছু গ্রাহক এবং বাংলাদেশের উৎসাহী  ভক্তদের সাথে ভাগাভাগি করে নিতে পারে। গত বছর ব্যাংক তার গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপের আয়োজন করেছিল যেখানে গ্রামীণফোন বাংলাদেশ থেকে বিজয়ী দল হিসেবে অ্যানফিল্ডে লিভারপুল ম্যাচ দেখার এবং উপভোগ করার সুযোগ পেয়েছিল। দ্বিতীয়বারের মতো গ্রামীনফোন টিম এই টুর্নামেন্ট জিতেছিল এবং অ্যানফিল্ড সফর করেছিল। ব্যাংকটি ২০১৭ সালে ম্যানচেস্টার ডার্বি এবং ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে দুটি লাইভ ম্যাচ স্ক্রিনিং ইভেন্টরও আয়োজন করেছিল।

জন বার্নস তাঁর সময়ের আক্রমনাত্বক লিভারপুল দলের একজন অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯৭ এই সময়ে ক্লাবের হয়ে তিনি ৯টি শিরোপা জেতেন এবং দুইবার ইংল্যান্ড-এ “ফুটবলার অব দা ইয়ার” এর খেতাব অর্জন করেন। বিধ্বংসী বাঁ-পায়ের অধিকারী একজন দক্ষ, গতিময় এবং স্টাইলিশ খেলোয়ার বার্নস ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও ৭৯ বার মাঠে নামেন। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

সংবাদ বিজ্ঞপ্তি।

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি