ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

কাতারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৩১, ১ মার্চ ২০১৮

দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের জন্য কাতারে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে মামুনুল ইসলাম, তৌহিদুল আলম সবুজরা।

১৪ মার্চ পর্যন্ত কাতারে ক্যাম্প করবেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাতার ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার অংশ হিসেবে ২৭ মার্চ লাওসের বিপক্ষে মামুনুলরা খেলবে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।
লাওসের মাঠে ম্যাচটির আগে প্রথমে কাতার ও পরে থাইল্যান্ডেও ক্যাম্প করবে ফুটবলাররা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি