ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফুটবলে সৌদি-ইরান বিরোধ টিকবে না: ফিফা সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১ মার্চ ২০১৮

সৌদি আরব ও ইরানের মধ্যে সৃষ্ট দুই বছর ধরে চলা কুটনৈতিক বিরোধ ফুটবলের ক্ষেত্রে বাঁধা হতে পারবে না বলে মন্তব্য করেছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ইরান সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি থেকে দুই পক্ষের মধ্যে সম্পর্কের অচলাবস্থা সৃষ্টি হওয়ায় সৌদি আরবের ক্লাবগুলো ইরানে গিয়ে ফুটবল খেলা থেকে বিরত রয়েছে। এর ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লীগে ইরানি ক্লাবের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে ওমানে সরিয়ে নিতে হয়েছে।

ইরানের ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানিফারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, এটি খুবই পরিষ্কার যে রাজনীতি ফুটবল থেকে বাইরে থাকবে। বিশ্বের সর্বত্রই বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। কিন্তু এর প্রভাব ফুটবল টুর্নামেন্টে পড়ার সুযোগ নেই। এ ধরনের পরিস্থিতির একমাত্র সমাধান হচ্ছে প্রত্যেক দেশকেই প্রতিটি প্রতিযোগিতায় হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য করা।

তবে ইরানে শীর্ষ শিয়া ধর্মীয় নেতাদের সৌদি দূতাবাসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেন ফিফা প্রধান। ওই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, সেখানে অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।

এদিকে ইরানে নিরাপত্তার কোন ঘটাতি ছিল না বলে মন্তব্য করেছেন দেশটির ক্রীড়া মন্ত্রী। তিনি বলেন, ইরান সম্পূর্ণ নিরাপদ একটি দেশ। এ সময় ফিফার অরাজনৈতিক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি