ধোনির অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যাবে না : শাস্ত্রী
প্রকাশিত : ২৩:৫৯, ২ মার্চ ২০১৮
সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। ধোনির বিরুদ্ধে সমালোচকদের সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
ধোনির অভিজ্ঞতাকে অমূল্য বলে অ্যাখায়িত করে শাস্ত্রী বলেন, ‘ধোনির যা অভিজ্ঞতা তা অমূল্য। তার অভিজ্ঞতা দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমন অভিজ্ঞতা চাইলেই পাওয়া যায় না। বিশ্বের সবাই ধোনির অভিজ্ঞতার সর্ম্পকে ভালো জানে।’
এবারের দক্ষিণ আফ্রিকার সফরে বাজে ফর্মের কারণে আবারো সমালোচিত হন ধোনি। তাই ধোনি ইস্যুতে মুখ খুললেন কোচ শাস্ত্রী।
টেস্টের পর ২০১৭ সালের জানুয়ারিতে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। এরপর থেকে তার প্রতি সমালোচনার মাত্রা আরো বেড়ে যায়। দল থেকে তাকে বাদ দেওয়ার সুরও তোলেন সমালোচকরা।
তবে এসব সমালোচনা আমলে নেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং অন্য সিনিয়র খেলোয়াড়রা । বরং সতীর্থদের পাশেই পেয়েছেন বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটার ধোনি।
অধিনায়ক কোহলি তো স্পষ্টভাবে বলেই দিয়েছেন, ‘ভারতীয় দলের একমাত্র ভরসার প্রতীক ধোনি। তাকে নিয়েই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা ভারতের।’
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের চার ইনিংসে ৬৯ রান করেন ধোনি। তিন ম্যাচের টি-২০ সিরিজে তিন ইনিংসে ৮০ রান করেন তিনি। এরপরও ধোনির ফর্ম নিয়ে চিন্তিত নন শাস্ত্রী।
এমএইচ/এস এইচ এস