ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ড্রেসিংরুমে শচীন-সৌরভের মধ্যে যা হয়েছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪০, ৩ মার্চ ২০১৮

দীর্ঘ বাইশ বছর পর ২২ গজের বাইরের গল্প এবার জনসম্মুখে এলো। লর্ডসের ড্রেসিংরুমে জীবনের প্রথম টেস্টে শচীনের সঙ্গে কী হয়েছিল সৌরভের, সেটি উঠে এসেছে সৌরভের মুখে।

সৌরভ গাঙ্গুলী সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ১৯৯৬ সালে লর্ডসে তার প্রথম টেস্ট চলাকালে ড্রেসিং রুমের একটি ঘটনা প্রসঙ্গে বলেন, ৬ ঘণ্টা ব্যাটিং করার পর চা বিরতিতে মাত্র ড্রেসিংরুমে এসেছি। রুমে এসেই দেখি আমার ব্যাটের হ্যান্ডেলটা ক্যাঁচক্যাঁচ আওয়াজ করছে। ওটা আমার জীবনের প্রথম টেস্ট, তার ওপর আমি তখন ১০০ রানে ব্যাট করছি। তখন আমি প্যাডআপ করেই আছি আর এক হাতে চায়ের কাপ। এমনিতেই টি ব্রেক খুব কম (১৫ মিনিট) সময়ের জন্য।

আমি ব্যাটের হ্যান্ডেলটায় টেপ লাগানোর চেষ্টা করছি। হঠাৎ দেখি শচীন নিজের জায়গা ছেড়ে আমার পাশে উঠে এসে বলল, তুমি বিশ্রাম নাও আর চা`টা শেষ কর। তোমাকে তো আবার ব্যাট করতে হবে। আমি তোমার ব্যাট ঠিক করে দিচ্ছি...

এ থেকেই শুরু। মাঠ বা মাঠের বাইরে শচীন-সৌরভ যুগলবন্দির রসায়ন ভারতীয় ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

 

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি