ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডি মারিয়া-এনকুঙ্কুর গোলে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ডি মারিয়ার অসাধারণ ফর্মই ডুবিয়েছে ট্রয়েসকে। গোল করেছেন ক্রিস্তোফা এনকুঙ্কুও। তুলনামূলক নতুনদের নিয়ে খেলতে নেমে জয় নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমেরির দল। শনিবার লিগ টেবিলের অবনমন অঞ্চলের দল ট্রয়েসের মাঠে ২-০ গোলে জিতেছে পিএসজি।

ট্রয়েসের মাঠে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মকভাবে খেলে গেলেও সাফল্য মেলেনি। ফলে প্রথম হাফে ভালো খেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পিএসজি।

বিরতি থেকে ফিরে স্বরূপে ফেরে পিএসজি। ছন্দে থাকা দি মারিয়ার নৈপুণ্যে ৪৭তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ড্রাক্সলারের ডিফেন্স চেরা পাসকে গোলকিপারের উপর দিয়ে জালে জড়ান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পিএসজির হয়ে শেষ ৬ ম্যাচে এটি ডি মারিয়ার ৭ম গোল। পিএসজির হয়ে চলতি বছরে ১১ ম্যাচে ১৪টি গোল এবং ৫টি এসিস্ট করেছেন এই ফুটবলার।

পিএসজির হয়ে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুনকু। ডান দিক থেকে দানি আলভেসের ক্রস পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার। বাকি সময়ে কোনো দল আর গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ে লিগে ২৮ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৬০।

সূত্র: গোল ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি