রাজীন সালেহর রেকর্ড ভাঙলেন রশিদ
প্রকাশিত : ২৩:১২, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ০০:০৮, ৫ মার্চ ২০১৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজীন সালেহকে টপকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বকনিষ্ঠ অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান। ১৯ বছর ১৬৫ দিন বয়সী রশিদ খানই এখন এই ফরম্যাটে বিশ্বের সব থেকে ‘জুনিয়র’ অধিনায়ক।
আজ জিম্বাবুয়েতে শুরু হওয়া ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের নেতৃত্ব দেন রশিদ খান। যে মুহুর্তে তিনি টস করতে মাঠে গেলেন সে সময়েই সবচেয়ে বেশি কম বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়েন আপগান এই লেগ-স্পিনার।
রশিদের আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশের রাজিন সালেহ। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে নিয়মিত অধিনায়ক হাবিবুল বাশার ইনজুরির কারণে খেলতে পারেননি। আর তাই নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল রাজিন সালেহকে।
সে সময় রাজিনের বয়স ছিলো ২০ বছর ২৯৭ দিন।
ইতিহাসের পুনরাবৃত্তি যেন আজ রশিদের সাথেই ঘটেছে। আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকেই দলকে নেতৃত্ব দিতে পারছেন না। তাই নেতৃত্ব ভার পেয়েছেন রশিদ। বড় দায়িত্ব পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী পাঁচ অধিনায়ক :
১) রশিদ খান (আফগানিস্তান) ১৯ বছর ১৬৫ দিন
২) রাজিন সালেহ (বাংলাদেশ) ২০ বছর ২৯৭ দিন
৩) রডনি ট্রট (বারমুডা) ২০ বছর ৩৩২ দিন
৪) তাতেন্ডা টাইবু (জিম্বাবুয়ে) ২০ বছর ৩৪২ দিন
৫) নবাব পৌতদি (ভারত) ২১ বছর ৭৭ দিন
//এস এইচ এস//টিকে