ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসি জাদুতে শিরোপার পথে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মেসির দুর্দান্ত গোলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার লড়াইয়ে স্থানীয় সময় রোববার রাতে লিওনেল মেসির দারুণ এক ফ্রি-কিকই জয়ের বন্দরে পৌছে দেয় বার্সাকে।
এই জয়ের সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। বার্সা জয় তুলে নিয়েছে মোট ১২ ম্যাচে আর বাকি চার ম্যাচ হয়েছে ড্র।
আর এ নিয়ে চলতি মৌসুমের মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। তাই শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল তারা। লিগ রেসে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৮।
এদিন ম্যাচের ২৫ মিনিটে সুয়ারেজ ফাউলের শিকার হন ডি-বক্সের বাইরে। সে সুবাদে পাওয়া ফ্রিকিক নিতে যান মেসি। বাঁ পায়ের বাঁকানো শটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই গোল দিয়ে মেসি ছুঁয়েছেন ক্যারিয়ারের ৬০০তম গোল।
এর খানিক পরেই অবশ্য আর্জেন্টিনা অধিনায়ককে দেখতে হয়েছে হলুদ কার্ড। ৩৬ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে মাঠ ছাড়তে হয় ইনিয়েস্তাকে। আন্দ্রে গোমেজ মাঠে নামেন দলপতির বদলি হিসেবে।
বাকি সময়ে দুই দলই সানিয়ে গেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। কোনো দলই অবশ্য গোলের মুখ দেখেনি। ৮৬তম মিনিটে অতিথি দলের গামেরিওর গোল অফসাইডের দরুন বাদ পড়ায় স্বাগতিকরা মাঠ ছাড়ে এক গোলের জয় নিয়েই।
গত ম্যাচে মেসির ফ্রি কিকের পরও বার্সা ড্র করেছিল, সেটিও লাস পালমাসের মতো দলের বিপক্ষে। লিগে সর্বশেষ ৫ ম্যাচের তিনটায় ড্র। বার্সার ৬ পয়েন্ট হারানোর সর্বোচ্চ ফায়দা তুলে অ্যাটলেটিকো ঘাড়ে চেপে বসেছিল। এই ম্যাচ অ্যাটলেটিকো জিতলে পয়েন্ট ব্যবধান হতো দুই। আর বার্সা জিতলে হয়ে যাবে ৮। ফলে মরণপণ লড়াই করেছিল। ৮৫ মিনিটে বার্সার জালে বলও পাঠিয়েছিল তারা। কিন্তু অফসাইডের খাঁড়ায় বাতিল হয় সেই গোল। এর আগে ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের গোলও বাতিল হয়েছে অফসাইডে।
কেবল টিকে থেকেছে মেসির গোলটাই।
ঘরের মাঠে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বার্সেলোনা। অ্যাথলেটিকো পয়েন্ট ব্যবধানও বাড়িয়ে নিয়েছে। ২৭ ম্যাচে বার্সার সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে অ্যাথলেটিকো।
সূত্র : গোল ডটকম।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি