বাংলাদেশকে কাঁদানোর মন্ত্র শেখাচ্ছেন ভাস
প্রকাশিত : ১৭:৪২, ৮ মার্চ ২০১৮
২০০৩ সালে বাংলাদেশকে কাঁদিয়েছেন তিনি। প্রথম তিন বলেই নিয়েছেন তিন উইকেট। ক্রিকেটের ইতিহাসে ইনিংসের প্রথম ওভারেই টানা তিন বলে তিন উইকেট নিয়ে বিশ্বে প্রথম এ রেকর্ড গড়েন তিনি। সেখানেই থেমে থাকেননি। এরপর এক বল গ্যাপ দিয়ে পরের বলেই আরও এক উইকেট। এতে প্রথম ওভারেই নিয়েছেন চার উইকেট।
সেই তিনিই বাংলাদেশকে বধ করার কৌশল শিখিয়ে দিচ্ছেন। আর তিনি হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিং কোচ চামিন্দা ভাস। দেশের মাটিতে নিদাহাস ট্রফিতে বোলারদের সেই ইনিংসের কথায় স্মরণ করিয়ে দিয়েছেন ভাস। বলছেন, কেবল দৃঢ়তা আর অভীষ্ট লক্ষ্যই বোলারদের স্বপ্ন পূরণ করতে পারে। আর নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও ভারতকে বধ করতে সেই কৌশলই শেখাচ্ছেন এক সময়ের নাম্বার ওয়ান এই বোলার।
এদিকে খেলোয়াড়ি জীবনে যে বাংলাদেশকে দেখেছেন, সেটির সঙ্গে এখনকার বাংলাদেশ দলের পার্থক্য বেশ চোখ পড়েছে ভাসের। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চামিন্দা ভাস বলেন, ২০০৩ সালটা ছিল বাংলাদেশ ক্রিকেটের পথচলামাত্র। তবে এখন বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তাদের হারানো সহজ নয়। এদিকে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য দেখাতে পারে বলেও বিশ্বাস করেন তিনি।
এমজে/