ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

মোহাম্মদ শামির বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৮ মার্চ ২০১৮

ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক নির্যাতনের অভিযোগ তুলেছেন। নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে তোলপাড় আর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এবার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নজরে এসেছে। তাই শামিকে আপাতত নতুন চুক্তি থেকে বাইরে রাখার সিন্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিসিআই শামির স্ত্রীর অভিযোগ আমলে নিয়েছে। বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি বিনোদ রাই তাকে নতুন চুক্তির বাইরে রাখার মত দিয়েছেন। ওই চুক্তি অনুযায়ী ‘এ’ প্লাস বিভাগে ছিলেন মোহাম্মদ শামি। চুক্তি থেকে সরিয়ে দেওয়ায় আর্থিকভাবেও বড় ক্ষতির মুখে পড়তে হবে তাকে।

শামির স্ত্রী হাসিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। হাসিন লিখেছেন, ‘যত কিছু জানিয়েছি, শামির কাণ্ডকারখানা তার চেয়েও বেশি নোংরা। একাধিক নারীর সাথে তার সম্পর্ক রয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন হাসিন।

এ ব্যাপারে শামি নিজের ফেসবুকে লিখেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে বড় চক্রান্ত হচ্ছে। আমার পারফরম্যান্স খারাপ করতেই এই অপচেষ্টা চলছে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি