ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মোস্তাফিজের পর রুবেলের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ৮ মার্চ ২০১৮

কাটার মাস্টার মুস্তাফিজের পর ভারতীয় দলে দ্বিতীয় পেরেকটা মেরেছেন পেস বোলার রুবেল হোসেন। ১৪০ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত।

তবে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানে দ্য ফিজ। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে মাত্র ১৭ রানে ফিরিয়ে দেন তিনি। এরপরই রিশভ পান্টকে ৭ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান রুবেল। তবে ভারতীয় দলের রানের চাকা থামাতে পারছে না টাইগাররা। 

এদিকে ফর্মে থাকা শিখর দাওয়ানের ব্যাটে ভর করে জয়ের দিকে এগোচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত শিখর দাওয়ান ১৩ বলে ২০ রান ও সুরেশ রায়না ৬ বলে ৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ভারতীয় দলের মোট সংগ্রহ ৭ ওভারে ৫৫ রান। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি