ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ আফগানদের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ৯ মার্চ ২০১৮

প্রথম দিকে ভালোভাবে শুরু হলেও একের পর এক ম্যাচ হারের কারণে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে আফগানদের। আর এই শঙ্কা বাস্তব হলে আগামী ২০১৯ সালের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অংশ নিতে পারছে না আফগানস্তান।

বৃহস্পতিবার  হংকংয়ের কাছে পরাজয়ের মালা পরেছে আফগানিস্তান। স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের কাছে হারার পর এ নিয়ে টানা তিন ম্যাচে হারলো রশিদ খান বাহিনী।  

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন আনুষ্মান রাথ।

পরে বৃষ্টি হওয়ায় আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২২৬ রান। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে  ৩০ রানে জয় পায় হংকং। দলটির হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইশান খান। ২ উইকেট নেন নাদিম আহমেদ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এ হারে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে আফগানিস্তানের খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে! দিনের অপর ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে টানা তিন জয়ে সুপার সিক্সে এক পা দিয়েছে স্কটল্যান্ড।

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি