রাবদার ৭ বলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া
প্রকাশিত : ০০:০৮, ১০ মার্চ ২০১৮
দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার রাবাদার মাত্র ৭ বলেই অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট ক্রিকেটে এসেছেন এখনো ৩০ মাস হয়নি রাবাদার। কিন্তু এ অল্প সময়ের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সর্বকালের শীর্ষ ১০ উইকেট শিকারির একজন হয়ে উঠেছেন তিনি।
শুরুতে দারুণ খেলছিল অস্ট্রেলিয়ার। উদ্বোধনী জুটিতেই ৯৮ রান। ক্যামেরন ব্যানক্রফট ও উসমান খাজাকে ৬ রানের মধ্যে ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে ফেরালেন ভারনন ফিল্যান্ডার। কিন্তু অস্ট্রেলিয়াকে বড় ধাক্কাটা দিয়েছেন লুঙ্গি এনডিডি।
পেসারদের স্বপ্নের এক ডেলিভারিতে ডেভিড ওয়ার্নারের ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে বেল উড়িয়ে দিলেন। অস্ট্রেলিয়ার স্কোর তখন ১১৭। স্মিথ ও মার্শদের সুবাদে সে ধাক্কাও সামলে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রাবাদা যে অন্য কিছু ভেবে রেখেছিলেন!
এমএইচ/টিকে