ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরো মেসির প্রথম ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গেল শনিবার পৃথিবীর আলো দেখেছেন লিওনেল মেসি এবং আনতোনেল্লা রোকুজ্জোর তৃতীয় সন্তান সিরো মেসি। বাবা হওয়ার হ্যাটট্রিক উদযাপন করতে মেসি ছুটি নিয়েছিলেন বার্সেলোনা থেকে।

সে জন্য মালাগার বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। দল মালাগায় যাওয়ার আগেই শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বার্সার এই আর্জেন্টাইন সুপারস্টার। এরপরই জানা গেলো, তার তৃতীয় সন্তানের ভুমিষ্ট হওয়ার কথা। পরিবারের প্রতি মেসির এমন দায়িত্ববোধের কারণে ভক্ত এবং শুভানুধ্যায়ীরা দেখল অন্য রকম এক মেসিকে।

সন্তানের ছবি অবশ্য প্রথমদিনই প্রকাশ করেননি মেসি। তবে ৫ জনের পুরো পরিবারের ছবি তুলে সেটা নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করলেন মেসি। বড় দুই ছেলে থিয়াগো এবং মাতেওকে সঙ্গে নিয়ে আনতোনেল্লা রোকুজ্জোর সঙ্গে ছবি তোলেন মেসি। সেখানে দেখা যাচ্ছিল হাস্যেজ্জ্বল অসাধারণ সুখি এক পরিবার।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি