ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

নিদাহাস ট্রফি: শ্রীলঙ্কা-ভারতের ম্যাচ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১২ মার্চ ২০১৮

শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা যায়নি। টসও হয়েছে দেরি করে। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরুর কথা ছিল। কলম্বোতে তখন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। অবশেষে বৃষ্টি বন্ধ হওয়ায় ম্যাচ শুরু হয় দেরি করে। দেরিতে খেলা শুরু হওয়ায় দুই দলই এক ওভার করে কম পাবে। অর্থাৎ প্রতি ইনিংস হবে ১৯ ওভার করে।

এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নিদাহাস ট্রফির লড়াইটা জমিয়ে দিয়েছে টাইগাররা। শনিবার ২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পায় তারা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিক শ্রীলঙ্কা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় ভারত।

তিন দলের নামের পাশেই এখন একটি করে জয়। আজ শ্রীলঙ্কা আর ভারতের মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালের পথে যাবে।

আর/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি