তাসকিনের বদলে রনি
প্রকাশিত : ১১:২৯, ১৪ মার্চ ২০১৮
নিদাহাস ট্রফিতে গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বরিবাসরীয় জয়ের পর চাঙা টাইগার শিবির। আজ জয়ের নেশায় মাঠে নামবে মাহমুদুল্লাহরা। প্রতিপক্ষ ভারত। তাই বাড়তি পরিকল্পনা নিয়ে এগোতে হচ্ছে দলকে। বিশেষ করে বোলিং লাইন আপ নিয়ে। কারণ বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ কোহলিদের। তাই বোলিংয়ে পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে।
নিযুত ক্রিকেটপ্রেমির প্রশ্ন আজকের ম্যাচ পরিকল্পনা কী। স্কোয়াডই বা কেমন হবে। জানা গেছে, স্কোয়াডে একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। সেটি হচ্ছে আজকের ম্যাচে তাসকিন খেলছেন না। তার বদরে দলে নেওয়া হচ্ছে আবু হায়দার রনিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
তাসকিনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণেই তাকে বাদ দেওয়ার কারণ। গত ম্যাচে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে ভালো জায়গায় বল করার বদলে অযথা বাড়তি গতি সঞ্চার করতে গিয়ে মার খেয়েছেন তাসকিন। ২ ওভারে দেন ৩৩ রান। এমন বোলিংয়ের কারণে তাকে বাদ দেয়া ছাড়া অন্য কোন পথ নেই।
তাসকিন প্রায় ম্যাচেই খেলার এক পর্যায়ে কেমন জানি খেই হারিয়ে ফেলেন। অযথা গতির পেছনে ছুটতে গিয়ে বল ঠিক জায়গায় ফেলতে পারেন না। প্রতিপক্ষ ব্যাটসম্যানরা চার ছয় মেরে তাকে চাপে ফেলে দেয়। তাই দীর্ঘদিন দলের বাইরে ছিলেন।
/এআর /