ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশি ব্রান্ডের টি-২০ উপহার দিবো: মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৪ মার্চ ২০১৮

বাংলাদেশ টি-২০ দলের বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাহ মনে করেন, এখন থেকে পুরো বিশ্ব বাংলাদেশি ব্রান্ডের ক্রিকেট দেখবে। আর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি ব্রান্ডের টি-২০ ক্রিকেট টিম তৈরির চেষ্টা করবেন বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ। আজ ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ের পূর্বে ইএসপিএনর মুখোমুখি হন মাহমুদুল্লাহ।

শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কেমন চিন্তা করছেন, এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, সবার মিলিত প্রচেষ্টায় আমারা বাংলাদেশি ব্রান্ডের টি-২০ টিম হিসেবে গড়ে ওঠবো। এর কারণ হিসেবে মাহমুদুল্লাহ বলেন, আমাদের ক্রিস গেইলের মতো হার্ডহিটার নেই, ভিরাট কোহলির মতো ক্লাসিক্যাল ব্যাটসম্যান নেই সত্য। তবে আমাদের সম্মিলিত একটি ভাল দল আছে। আর সবার প্রচেষ্টায় আমরা বাংলাদেশি ব্রান্ডের টিম হয়ে গড়ে ওঠবো।

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পরিকল্পনা প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, তাসকিনের জায়গায় আবু হায়দারকে ডাকা হয়েছে। এ ছাড়া স্পিন বোলিংয়ে আমাদের ধার আরও বাড়াতে হবে। তবে ভারতের বিশাল ব্যাটিং লাইন-আপ ই টাইগারদের দুঃশ্চিন্তার অন্যতম কারণ বলে স্বীকার করেন তিনি। তবে ভারতের ব্যাটিং লাইন-আপ যাই হোক বাংলাদেশি ব্রান্ডের ক্রিকেট খেলেই টাইগাররা জিততে চায় বলে জানান দলের এই কাপ্তান।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি