ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শেষ আটের লড়াইয়ে মুখোমুখি বার্সা-চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৪ মার্চ ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর ফিরতি লেগের খেলায় বুধবার রাতে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল বার্সেলোনা ও চেলসি। এ ম্যাচের বিজয়ীরা টিকেট পাবে শেষ আটের।

বার্সার মাঠ ন্যু ক্যাম্পে চেলসি ও বার্সার মধ্যে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

ঘরের মাঠে কাতালানরা সব সময় শক্তিশালী বলে সমীহ দেখিয়েছেন চেলসি বস অ্যান্তনিও কন্তে। তবে তার দল নিয়ে ভাল করার ব্যাপারে আশাবাদী তিনি।

তিনি বলেছেন, সেই ২০০৫ সালের কথা মনে আছে তো? আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাই।

চেলসির মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। প্রথম লেগের ম্যাচে ড্র করলেও নিজেদের সেরাটা দিয়ে অতিথিদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছেনা বার্সেলোনা।

প্রথম লেগের ভুল শুধুরে এ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে আত্মবিশ্বাসী বার্সেলোনা।

বার্সার কোচ বলেছেন, আমাদের থামানো যাবে না। জয়ের ধারা অব্যাহত রাখবো আমরা।

বার্সা-চেলসি ম্যাচ শুরুর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় বেসিকতাস খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি