টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের
প্রকাশিত : ১৯:০৭, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৩০, ১৪ মার্চ ২০১৮
নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার কলোম্বোর মাঠে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
আজকের ম্যাচে জয়ের জন্যই খেলতে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন আমরা বাংলাদেশ ব্রান্ডের ক্রিকেট উপহার দেবো।
নিদাহাস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে চাঙা টাইগার শিবির। ফাইনালে খেলার জন্য বেশ কয়েকটি সমীকরণ সামনে রাখতে হচ্ছে টাইগারদের। আজকে জিতলেই যে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে এমন নয়।
আবার হারলেও যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তেমনও নয়। তবে ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচটিও কম গুরুত্বপূর্ণ নয়।
কারণ, আজকে জিতলে এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও ফাইনালের আশা বেঁচে থাকবে টাইগারদের। আবার, আজকে হারলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে ফাইনালে যাবে টাইগাররা।
এখন পর্যন্ত ভারত ও শ্রীলংকা খেলেছে তিনটি করে ম্যাচ। যেখানে ভারত দুটি ও শ্রীলঙ্কা একটি ম্যাচে জয় পেয়েছে।