ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিমান বিধ্বস্তের ঘটনায় লা লিগার শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৪ মার্চ ২০১৮

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত হয়েছেন। মর্মান্তির এ বিমান দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছে স্প্যানিশ ফুটবল লিগ `লা লিগা`

লা লিগা তাদের নিজস্ব ফেসবুক পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার একটি ছবি পোস্ট করেছে। লা লিগা কর্তৃপক্ষ পতাকার নিচে লা লিগার লোগো বসিয়ে শোক বার্তা জানিয়েছে। এতে লেখা হয়েছে, `লা লিগা বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাচ্ছে।`

এদিকে সমবেদনার বার্তাটি যেন পাবলিক পোস্ট করা হয় সে অনুরোধ জানিয়েছে পেজটির ফলোয়াররা। পেজটির সাথে যুক্তরা এ দুর্ঘটনায় মর্মাহত হয়ে কমেন্ট করেছেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি