ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৩৯, ১৪ মার্চ ২০১৮

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির পঞ্চম ম্যাচ ও নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে মাত্র ১৭ রানে হেরে গেল বাংলাদেশ। এই খেলায় ভারত বাংলাদেশকে টার্গেট বেঁধে দিয়েছিল ১৭৭ রানের। এই টার্গেট পূরণে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। খেলার ১.৫ ওভারে প্রথম উইকেট লিটনকে হারায় টাইগাররা। এরপর আরো একটি উইকেটের পতন ঘটে। লিটনের পরপরই সৌম্য আউট হয়ে যান। তারপর আউট হন তামিম ইকবাল। তামিমের পর আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এভাবে একে একে ৬টি উইকেটের পতন ঘটে। 

বাংলাদেশের খেলার মোড় ঘুরিয়ে দেন মুশফিকুর রহিম। যখন একে একে সবাই আউট হয়ে যাচ্ছে তখন মুশফিক ক্রিজে দাঁড়িয়ে থেকে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকেন। একাই করেন ৭২ রান। কিন্তু তার দূর্দান্ত খেলায়ও টাইগারদের শেষ রক্ষা হয়নি। একেবারে শেষ মুহুর্তে তীরে এসে তরী ডুবল। নির্ধারিত ২০ ওভার খেলে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান। মাত্র ১৭ রানে হারলো বাংলাদেশ।এরই সঙ্গে ফাইনালে পৌঁছে যায় তিন ম্যাচ জেতা ভারত।

খেলার শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর টানা ৩ ওভার করে টাইগারদের ৩ উইকেট তুলে নেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার লিটন দাশকে স্ট্যাম্পিং করে ফেরান ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৭ বলে ৭ রান করেন ডানহাতি লিটন। এক ওভার পরে সুন্দরের দ্বিতীয় শিকার হন সৌম্য সরকার। ব্যক্তিগত ১ রানে বোল্ড হন তিনি। সর্বশেষ তামিম ইকবালকে বোল্ড করেন সুন্দর।

যুজভেন্দ্র চাহালের বলে দলীয় ৬১ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে ২৭ রান করে শারদুল ঠাকুরের বলে বিদায় নেন সাব্বির রহমান। সাব্বিরের বিদায়ের পর টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ১৯তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ দিয়ে ৭ রানে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। 

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন রোহিত শর্মা। ৬১ বলে ৫টি চার ও সমান ছক্কায় নিজের ইনিংস সাজান রোহিত।

দলীয় ১০ম ওভারের পঞ্চম বলে ওপেনার শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ৩৫ রানে সরাসরি বোল্ড করেন রুবেল হোসেন। ২৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় হাঁকান ধাওয়ান। আর ইনিংসের শেষ ওভারে সুরেশ রায়নাকে ঐ রুবেলই শিকার করেন। ৩০ বলে ৪৭ করা রায়না সৌম্য সরকারকে ক্যাচ দেন। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। 

বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রুবেল হোসেন। তিনি রোহিতকে রান আউটও করেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় খেলাটি শুরু হয়। টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হয় দু’দল।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায়। তবে টুর্নামেন্টের আরেক দল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতে যায় টাইগাররা। আর ভারত তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও এক ম্যাচ হেরে যায়।   

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি