ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীলংকার বিপক্ষে খেলবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ২০:০৩, ১৫ মার্চ ২০১৮

দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। আঙুলে চোট পাওয়ায় ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেন নি। আবার নিদাহাস ট্রফিতেও খেলা সম্ভব হয়নি। বলছি বাংলাদেশ ক্রিকেট দলের নিউক্লিয়াস সাকিব আল হাসানের কথা।
তবে সুসংবাদ হচ্ছে সাকিব চোট কাঠিয়ে দলে ফিরছেন। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মরা বাঁচার ম্যাচে খেলবেন সাকিব। আজ বিকেলে কলম্বোয় তাঁর পৌঁছানোর কথা। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ দেখা যাবে তাকে। বিসিবি সূত্রে  এ তথ্য জানা গেছে।

নিদাহাস ট্রফিতে বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা হাড়ে হাড়েই টের পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতলেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হারতে হয়েছে টাইগারদের। গতকালের ম্যাচটি তো অল্প ব্যবধানে হেরেছে। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার মাঠে থাকলে জয়ের সম্ভাবনা আরো বেড়ে যেত—এমন একটা আক্ষেপই ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। সেই ভাবনাকে গুরুত্ব দিয়েই সাকিবকে তড়িঘড়ি করে দলে ফেরানো।

২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। আশা করেছিলেন, নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে বিপত্তিটা আরও বাড়ে। পরে চোট এতই গুরুতর হয় যে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো আসেন। কলম্বো থেকে পরে যান অস্ট্রেলিয়ায়।
নিদাহাস ট্রফির আগে বিসিবির সিদ্ধান্ত ছিল, সাকিব দলের সঙ্গে কলম্বোয় থাকবেন। অন্তত শেষ এক-দুটি ম্যাচ খেলবেন। কিন্তু চোটের অগ্রগতি না হওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়। সাকিবের জায়গায় অধিনায়কত্বের ভার দেওয়া হয় মাহমুদউল্লাহকে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি