ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

লঙ্কাবধে টাইগারদের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১৬ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনাল আজ। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে? টাইগাররা কি পারবে লঙ্কাজয়ের মাধ্যমে ফাইনালে পা রাখতে? তা দেখতে হলে অপেক্ষা করতে হবে আর ১২ ঘণ্টা। জয় পেলেই ফাইনাল, আর পরাজয়ে বিদায়। এমন সমীকরণে দাঁড়িয়ে আজ লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামছে টাইগার বাহিনী।

আগামী ১৮ মার্চ ফাইনালে ভারতের সঙ্গী হতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হার দিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে মিশন শুরু হয় ভারতের। তবে পরের তিন ম্যাচে টানা জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে রোহিত বাহিনী। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় লঙ্কান বাহিনী। টাইগাররা প্রথম ম্যাচে ভারতের কাছে গোহারা হারলেও লঙ্কানদের বিরুদ্ধে নাটকীয় জয় তুলে নয়। তবে পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও রীতিমতো লড়াই করে গেছে টাইগার বাহিনী।

তবে ওই ম্যাচে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব ভোগিয়েছে বাংলাদেশকে। আর সাকিবের অভাবতো প্রথম ম্যাচ থেকেই টের পাচ্ছিলো টাইগার বাহিনী। তাই আজকের ‘ডু অর ডাই’ ম্যাচে সাকিবকে উড়িয়ে নেওয়া হয়েছে। লঙ্কাবধে সাকিবের পারফরমেন্সই বদলে দিতে পারে বাংলাদেশকে।

এদিকে টাইগারদের পারফরমেন্স এখন পর্যন্ত চোখধাঁধানো হলেও সিরিজটা ভালো যাচ্ছে না সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপুর। তিন ম্যাচেই ফ্লপ থেকেছেন তারা। তবে বাদ পড়ার সম্ভাবনা বেশি অপুর। ব্যাটে স্ট্রোক থাকায় থেকে যেতে পারেন সৌম্য। আর বল-ব্যাট দুহাতেই অবদান রাখার সক্ষমতা থাকায় দলে রাখা হতে পারে মিরাজকে। তবে বাদ পড়তে পারেন পেস বোলার অপু।

এ ম্যাচেও তামিমের ওপেনিংয়ে সঙ্গী হবেন লিটন দাস। ওয়ানডাউনে খেলতে পারেন সাকিব। তবে তিনি দীর্ঘদিন পর মাঠে ফেরায় দেখা যেতে পারে সৌম্যকেও। এক্ষেত্রে পাঁচে ব্যাট করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাতে ব্যাট হাতে নামবেন সাব্বির রহমান। পাওয়ার হিটিংয়ের কারণে এ জায়গায় টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনি। তার পরে নামবেন মিরাজ।

নিচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি