ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দুর্দান্ত ব্যাটিং-এ ম্যাচসেরা মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৫, ১৭ মার্চ ২০১৮

দুর্দান্ত ব্যাটিং-এ বাংলাদেশকে জয়ের মুকুট এনে দেন মাহমুদউল্লাহ। ম্যাচ জেতানোর পুরস্কার হিসেবে সেরার মুকুটও পেয়েছেন তিনি। ১৮ বলে ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি।

শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রানের। কিন্তু শ্রীলঙ্কার শেষ ওভারের প্রথম দুটি বলই বাউন্সার ছিল। বাউন্সার হওয়ার কারণে প্রথম দু’বল ভালোভাবে খেলতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে দ্বিতীয় বলে মুস্তাফিজ আউট হয়ে ফেরেন। প্রথম বলে বাউন্সার হওয়ায় রান নেয়নি বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় বলে ফের বাউন্সার আবার আউট এটা মেনে নিতে পারেনি বাংলাদেশ দল। কিন্তু এরপরও হাল ছাড়েনি বাংলাদেশে।

এরপর ম্যাচের হাল ধরেন মাহমুদউল্লাহ। বাকি আছে দু’বল। জয়ের জন্য দরকার ৬ রান। একবল হাতে রেখে শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাকিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছান তিনি।

শেষ ওভারে অনেকেই ধরেই নিয়েছিল তীরে এসে তরী ডুববে। কিন্তু মাহমুউল্লাহর বলিষ্ট ব্যাটিং-এ তা বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসে। তার হার না মানা ৪৩ রানের রয়েছে ৩ টি চারের ও ২ ছয়ের মার। এছাড়াও তার স্ট্রাইক রেট, ২৩৮.৮৮।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি