ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে যেকোনো ম্যাচই কঠিন: দিনেশ কার্তিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ১৭ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফির ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ । ফাইনাল খেলা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার কমতি নেই। এরই মধ্যে ভারতের ক্রিকেটার  দিনেশ কার্তিক ফাইনাল জেতার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন। তবে বাংলাদেশের বিপক্ষে হারলেই তাদের জন্য এটা বিপদ হবে বলে জানান তিনি ।

বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের বিপক্ষে যেকোনো ম্যাচই কঠিন, ‘কিছু করার নেই, ভারত একটা ক্রিকেটপাগল জাতি। আমরা প্রথম সারির দল খেলাই অথবা দ্বিতীয় সারির দল, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই জিতলে, “ওহ, তোমরা বাংলাদেশের বিপক্ষে জিতেছ।” কিন্তু হারলেই, “তোমরা বাংলাদেশের কাছে হেরেছ। কী করেছ তোমরা?” আমি নিশ্চিত এবারও তা-ই ঘটবে।’

কার্তিক বলেন,  আমরা সব ম্যাচ জিততে চাই। এখন পর্যন্ত টুর্নামেন্টে আমরা সফল। আমরা আরেকটা ম্যাচের অপেক্ষায়। আমি নিশ্চিত খুব ভালো একটা ম্যাচ হবে।

আমরাও অপেক্ষায় রইলাম শেষ হাসি কে হাসে। ভারত নাকি বাংলাদেশ?

এমএইচ/টিকে

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি