ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সালাহর ৪ গোলে উড়ে গোলো ওয়াটফোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৮ মার্চ ২০১৮

জ্বলে উঠলেন দারুণ ফর্মে থাকা মোহামেদ সালাহ। কোনরকম ছাড় না দিয়ে মিশরের এই ফরোয়ার্ডের ম্যাজিকে স্রেফ উড়ে গেছে ওয়াটফোর্ড। সালাহ করেছেন চার গোল। গোল করেছেন রবার্ট ফিরমিনোও।

শনিবার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একাদশ স্থানের দল ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠে খেলতে নেমে পুরো ম্যাচেই মোহাম্মদ সালাহ যেন একক নৈপুণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। ছন্দে থাকা মিশরের এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যাচের শুরুটা দারুণ হয় লিভারপুলের। ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় সাদিও মানের বাড়ানো বল থেকে গোল উৎসবের সূচনা করেন আফ্রিকান এই ফুটবলার। এক গোল করেই যেন কিছুটা দম নেয় ইয়ুর্গেন ক্লপের দল। অনেকগুলো সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা।

অবশেষে ৪৩তম মিনিটে আবারও গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন সালাহ। এই গোলের ফলে একটি রেকর্ডও করে ফেলেন তিনি। ফার্নান্দো টরেসকে টপকে লিভারপুলের ইতিহাসে অভিষেক মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান সালাহ। গত জুনে রোমা থেকে আসা সালাহ এই নিয়ে লিভারপুলের জার্সিতে সব মিলিয়ে ৩৪ গোল করলেন। যা ক্লাবের ইতিহাসে অভিষেক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

বিরতি থেকে ফিরে থেমে থাকেনি সালাহ ম্যাজিক। তবে এবার আর নিজে গোল করলেন না। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সালাহর ক্রস ছয় গজ বক্সে পেয়ে লাফিয়ে উঠে ফ্লিকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

কিন্তু তখনও ম্যাচের আসল উত্তেজনা বাকি ছিল। ম্যচের ৭৭তম মিনিটে নিজের ৩য় গোল করার সুবাদে হ্যাটট্রিক পূরণ করে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে মিশরের নামটি উজ্জ্বল অক্ষরে লিখে ফেলেন এই ফুটবলার। প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে ইপিএলে হ্যাটট্রিক করলেন তিনি। ডি-বক্সের মধ্যে সাদিও মানের ছোট পাস পেয়ে একজনকে কাটিয়ে ঘিরে থাকা খেলোয়াড়দের মধ্যে দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই ফুটবলার।

আর ম্যাচের ৮৫তম মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমের লিগে এই নিয়ে সর্বোচ্চ ২৮ গোল করলেন সালাহ। লিভারপুলের হয়ে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে এক ম্যাচে ৪ গোল করেলন এই ফুটবলার।

ওয়াটফোর্ডের বিপক্ষে শেষ ১০ ম্যাচের ৯টিই জিতেছে অলরেডরা।

এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে লিভারপুল। এক ধাপ নিচে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩০ ম্যাচে ৬১। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সূত্র: গোল ডট কম

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি