ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কি তৃতীয় সিমার খেলাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:০৮, ১৮ মার্চ ২০১৮

তৃতীয় সিমার হিসেবে বিবেচনায় আছেন তাসকিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি-এই তিনজনের একজন।

তৃতীয় সিমার হিসেবে বিবেচনায় আছেন তাসকিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি-এই তিনজনের একজন।

নিদাহাস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজকের ম্যাচে চাঙা বাংলাদেশ নামবে স্নায়ুচাপে থাকা ভারতের বিপক্ষে। কারণ এর আগে সিরিজে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ভারত জিতেছে লড়াই করে।
এই মূহূর্তে একটাই প্রশ্ন কেমন হবে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ। সাধারণত উইনিং কম্পিনেশন ভাঙতে চায় না কোনো দল। তবে প্রয়োজন ও পারফরমেন্স বিবেচনায় আজকের ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে একটি বা দুটি রদবদল এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই সিরিজে ব্যাটিং-বোলিং দুটোই ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে তৃতীয় সিমারের অভাব সিরিজ বেশ ভুগিয়েছে মাহমুদুল্লাহদের। ভারত যেহেতু পেসে দুর্বল তাই আজকের ম্যাচে একজন তৃতীয় সিমারের প্রয়োজনীয়তা বোধ করছেন বোদ্ধারা।
পেসার হিসেবে রুবেল ও মুস্তাফিজের বিকল্প নেই। তাদের সঙ্গে তৃতীয় সিমার নিতে গেলে একজন স্পিনারকে জায়গা ছেড়ে দিতে হবে। স্পিনার হিসেবে যারা আছেন তারা হলেন-সাকিব,মিরাজ ও নাজমুল ইসলাম অপু। এদের মধ্যে সাকিব ও অপু দুজনই বাঁ হাতি স্পিনার। নাজমুলকে দিয়ে গত ম্যাচে কোনো বল করানো হয়নি। সাকিবও বল করেছেন মাত্র দুই ওভার। সম্ভবত আগামী ম্যাচে না খেলানোর চিন্তা থেকেই নাজমুলকে অব্যবহৃত রাখা হয়েছে। তার বদলে একজন ডানহাতি সিমার দলে নেওয়ার চিন্তা সম্ভবত কাজ করছে টিম ম্যানেজমেন্টের।
নাজমুল অপু বাদ পড়লে একাদশে দেখা মিলতে পারে ডানহাতি পেসার তাসকিন আবু জায়েদ রাহী কিংবা আবু হায়দার রনিকে। এক ম্যাচ সুযোগ পেলেও ব্যয়বহুল বোলিংয়ে আবার ছিটকে পড়েন আবু হায়দার রনি।  সেজন্য আজকের ম্যাচে ডাক পড়তে পারে রাহির। বিপিএলের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিবের অধীনে ২০১৬-১৭ আসরে দারুণ বোলিং করেছিলেন আবু জায়েদ রাহী। আর শেষ বিপিএলে আবু হায়দার রনি তো ছিলেন আসরের দ্বিতীয় সেরা বোলারই।
তবে অভিজ্ঞতা ও প্রতিপক্ষ ভারত বিবেচনায় তৃতীয় সিমার হিসেবে জোড়ালো বিবেচনায় থাকছেন তাসকিন। যদিও আগের ম্যাচগুলোয় নিজেকে মেলে ধরতে পারেননি তাসকিন। অযথা গতির পেছনে ছুটতে গিয়ে বল ঠিক জায়গায় ফেলতে পারেননি। ফলশ্রুতিতে মার খেয়ে প্রতিপক্ষের স্কোর বড় করার সুযোগ দিয়েছেন। তবে তাসকিনকে বিবেচনায় নেওয়ার সবচেয়ে বড় কারণ তার গতি ও অভিজ্ঞতা।   
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। নাই বললেই চলে।’
/এআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি