ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফাইনালে বাংলাদেশ: রেকর্ড যা বলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৮ মার্চ ২০১৮

ফাইনালে বাংলাদেশের রেকর্ড একেবারেই সুবিধার নয়। এখনও পর্যন্ত একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গিয়ে একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে আছে ঘরের মাঠের চারটি ফাইনাল। ২০১২ তে এশিয়া কাপের ফাইনালে উঠে শেষ পর্যন্ত ২ রানের দুঃখজনক হার মেনে নিতে হয় বাংলাদেশকে ।

এর আগে ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয়ের আবাস পেয়েও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল টাইগারদের। ২০১২ এশিয়া কাপে হৃদয় ভেঙে দেওয়া ফাইনালের পর ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টি ও সর্বশেষ গত জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হেরেছে বাংলাদেশ। আজ বিদেশের মাটিতে প্রথম ফাইনালে বাংলাদেশ কী পারবে তাদের ভাগ্য বদলাতে!

আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ২ উইকেটে হার

বিপক্ষ শ্রীলঙ্কা, মিরপুর, ২০০৯

এশিয়া কাপ, ২ রানে হার

বিপক্ষ পাকিস্তান, মিরপুর, ২০১২

এশিয়া কাপ টি-টোয়েন্টি, ৮ উইকেটে হার

বিপক্ষ ভারত, মিরপুর, ২০১৬

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ৭৯ রানে হার

বিপক্ষ শ্রীলঙ্কা, মিরপুর, ২০১৮

কেআই/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি