ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার সঙ্গে কারো তুলনা হবে না: রোনালদো  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

 

ফুটবল বিশ্বে প্রতিনিয়তই নতুন নতুন খেলোয়াড় আসছে এবং তাদের মধ্যে অনেকে তারকা হয়ে উঠছে। আবার কেউ কেউ  তারকা হয়ে ওঠার পথে। তবে তার সাথে কারও তুলনা হবে না বলে মনে করেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী  রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

পর্তুগিজ এই তারকার এমন বিবেচনায়, তার স্টাইল এবং অর্জন ফুটবল বিশ্বে অদ্বিতীয়।

সম্প্রতি বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির একটি বিজ্ঞাপনে কাজ  করার পর নিজের সম্পর্কে নিজেই এমন ব্যাখ্যা দিলেন  রোনালদো।

তিনি বলেন, ``শুরু থেকেই আমি বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু তখন আমার বন্ধুরা এমনভাবে আমার দিকে তাকাত এবং বলত তুমি কি বলছ?``

আমি প্রথম প্রথম মজা করার জন্যেই খেলতাম। তবে আমি মনে মনে ভাবতাম আমার সম্ভাবনা আছে। পরে তো ম্যানচেস্টারেই খেলা শুরু করলাম।

নিজের সস্পর্কে রিয়াল মাদ্রিদ সুপারস্টারের  ভাষ্য, ``আমি আমার মত প্রতিভাবান কাউকে দেখি না। আমার আত্মোৎসর্গ এবং কাজের নৈতিকতার মতও। কেউই আমার সাথে তুলনীয় হবে না। আর কেউই ক্রিস্টিয়ানো রোনালদোও হবে না।``

পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার আরও সংযোজন, ‘আপনি আপনার মত হবেন, আমি আমার মত।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি