ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির গোলে জয় পেলো বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ফলে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়ালো কাতালানরা।

লুইস সুয়ারেসের নিষেধাজ্ঞায় একাদশে সুযোগ পেয়েছিলেন আলকাসের। সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে বেশিক্ষণ দেরি করেননি তিনি। ন্যু ক্যাম্পের ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে জাল খুঁজে পান স্প্যানিশ এই ফরোয়ার্ড। বাঁ প্রান্ত থেকে জোর্দি আলবার ক্রস বক্সের ভেতর থেকে চমৎকার শটে করেন লক্ষ্যভেদ।

শুরুতেই এগিয়ে যাওয়া বিলবাওকে আরও বেশি করে চেপে ধরে কাতালানরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে তারা সফরকারীদের রক্ষণভাগকে। দ্বিতীয় গোলের জন্য তাই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মেসির ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। উসমান দেম্বেলের পাস ধরে বক্সের একটু ভেতর থেকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তাতে সফল না হলেও গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেতে কোনও অসুবিধাই হয়নি।

বিলবাওয়ের বিপক্ষে জয়ে ২৯ ম্যাচ শেষে এরনেস্তো ভালভারদের দলের পয়েন্ট ৭৫। যাতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে বাড়ল ১১ পয়েন্টের ব্যবধান। মাদ্রিদের ক্লাবটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

তথ্যসূত্র: গোল ডটকম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি