ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২০ মার্চ ২০১৮

এবারের প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মঙ্গলবার বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি।

তার ১২৭ রানের ইনিংসের ওপর ভর করেই ৫০ ওভারে ২৬০ রান করেছেন কলাবাগান ক্রীড়াচক্র। এর আগে তিনি অগ্রণী ব্যাংক ও রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন।

যানজটের কারণে ৩০ মিনিট দেরিতে ম্যাচটি শুরু হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কলাবাগান। দলীয় ২০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারানোর পরই মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমকে সাথে নিয়ে গড়ে তোলেন সম্মানজনক স্কোর। ইনিংসে ১২৪ বল খেলে করেছেন ১২৭। এ রান সংগ্রহে তার বাউন্ডারি ছিল ১৩টি, ছক্কা ৩টি। পরে স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

এর আগে ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফেরার পরই যেন ছন্দে ফিরেছেন। এর আগেও করেছেন দুটি সেঞ্চুরি। একটি অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২), অন্যটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। ফিফটি পেয়েছেন রূপগঞ্জের বিপক্ষে।

মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে আশরাফুলের ইনিংসের ওপরই দাঁড়িয়ে কলাবাগানের ইনিংস। ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ এসেছে ওয়ালিউল করিমের ব্যাট থেকে।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি