ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালির বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ইতালির বিপক্ষে বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা।    

ইংল্যান্ডের ম্যানচেষ্টারে এমনই প্রত্যাশার কথা জানালো আর্জেন্টাইন শিবির।    

শুক্রবার প্রস্ততি ম্যাচে আজ্জুরিদের মুখোমুখি হবে জর্জ সাম্পাওলির শিষ্যরা। বার্সেলোনা থেকে ম্যানচেষ্টারে অনুশলীন শিবিরে যোগ দিয়েছেন দলের প্রধান তারকা এবং দলপতি মেসি।

ইতালিয়ানদের বিপক্ষে জয় কঠিন হবেনা বলেও মনে করছেন দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

নানা নাটকীয়তার পর বাছাই পর্বের শেষ মুহুর্তে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাট্ট্রিকে বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টাইনরা।

বিশ্বকাপে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ভিডিও:  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি