ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তাসকিনকে ‘সিক্স প্যাক’ বানাতে বললেন ব্রেট লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২২ মার্চ ২০১৮

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাসকিনের প্রতি মুগ্ধতার কথা জানালেন  অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। এমন কি তাসকিনের সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। 

ব্রেট লির এমন আগ্রহের কথা জেনে তাসকিন জানিয়েছিলেন, নিজ থেকেই যাবেন সাবেক গতি তারকার সঙ্গে কথা বলতে। নিদাহাস ট্রফির ফাইনালের আগে এই সুযোগটা হয়ে গেল দুজনেরই। অনেকটা সময় ধরে কথা হয়েছে দুজনের। ব্রেট লির সঙ্গে কী কথা হলো তাসকিনের?

তাসকিন গতকাল জানিয়েছেন, ‘ম্যাচের আগে ওয়ার্মআপের সময় বোলিং করছিলাম। একটা বাউন্সার উইকেট কিপার লাফ দিয়ে গিয়ে ধরল। ওই সময় পাশ দিয়ে ব্রেট লি যাচ্ছিলেন। ওই বাউন্সার দেখে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বেশ খানিকক্ষণ দেখলেন বোলিং। নিজে থেকেই ডেকে কথা বললেন। তখন আমি বললাম, বোলিং নিয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? তো উনি আমাকে কফি খেতে ডেকেছিলেন। অনুশীলন ছিল বলে যেতে পারিনি। ফাইনালের দিন মাঠে দাঁড়িয়ে ১৫-২০ মিনিট কথা বলেছি দুজন।’

ফাইনালের দিন  অল্প সময়ের কথায় ব্রেট লি তাসকিনকে ফিটনেসের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। নিজেকে প্রস্তুত করতে ব্রেট লির সবচেয়ে বড় অস্ত্র ‘দৌড়ে’র পরামর্শ দিয়েছেন বলে জানালেন তাসকিন। এছাড়া ‘ওয়েট ট্রেনিংটা কমিয়ে বেশি করে রানিং করতে বলেছেন। আজ (কাল) মিরপুরে অনেকক্ষণ সেটাই করেছি। আর বলেছেন, যা-ই অনুশীলন করি না কেন, সেটার পেছনে যেন উদ্দেশ্য থাকে। মাঝে অ্যাকশন বদল করে, গতি আর লাইন-লেন্থে ছন্দ হারিয়েছি। ব্রেট লিকে জিজ্ঞেস করেছিলাম, কী করা উচিত? এ বিষয়েও কিছু পরামর্শ দিয়েছেন।’

তাসকিনকে আরও একটি পরামর্শ দিয়েছেন লি, ‘তিনি আমাকে বলেছেন, এক বছরের মধ্যে তোমার সিক্স প্যাক দেখতে চাই। এমনিতে আমার ফোর প্যাক আছে। আশা করি ওটাও হয়ে যাবে।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি