ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ দিয়ে মেসির বিচার হবে না: মারাদোনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৩ মার্চ ২০১৮

ফুটবল তাকে অনেক কিছুই দিয়েছে। দেয়নি শুধু বিশ্বকাপ। যে অধরা ট্রফি পাওয়ার প্রস্তুতিতে আজ শুক্রবার থেকে নেমে পড়ছেন লিওনেল মেসি। যে প্রস্তুতির প্রথম পর্বে আর্জেন্টিনা নামছে ইতালির বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি-তে।

কয়েকদিন আগে একটি টিভি শোয়ে মেসি জানিয়েছেন, বিশ্বকাপ জেতার এ বারই হয়তো তাঁদের শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগানোর জন্য বাড়তি চাপে পড়তে পারেন আর্জেন্টাইন মহাতারকা। সে রকম একটা আশঙ্কা অনেক বিশেষজ্ঞের মনেই দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চাপমুক্ত থাকার জন্য মেসিকে পরামর্শ দিলেন আর এক কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।  

দেশকে বিশ্বকাপ দেওয়া মারাদোনা খোলাখুলি পরামর্শ দিয়েছেন মেসিকে। তিনি বলেছেন, ‘মেসি, তুমি ফুটবলটা খেলে যাও। আর খেলাটা উপভোগ করো। মাথা থেকে অন্য চিন্তা দূরে সরিয়ে দাও।’

মারাদোনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মেসি বিশ্বকাপ জিততে পারলেন কি-না, তা দিয়ে তাঁর মূল্যায়ন হবে না। তিনি বলেন, মেসির উচিত সমালোচকদের কথা পুরোপুরি ভুলে যাওয়া। মেসি বিশ্বকাপ জিতল কি জিতল না, কোপা দেল রে জিতল কি জিতল না, এ সবে আর কিছু এসে যায় না। মেসিকে কিছু প্রমাণ করার জন্য ফুটবল খেলতে হবে না। ওকে শুধু মাঠে নেমে খেলাটা উপভোগ করতে হবে।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড এবং নাইজিরিয়া। যাদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচে ইতালির চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে আর্জেন্টিনাকে। ইতালি এ বারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই ম্যাচে আর্জেন্টিনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে অনেকের ধারণা। আর্জেন্টিনা কোচ হর্হে সাম্পাওলি মনে করছেন, ইতালির বিরুদ্ধে খেলে তার দলের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। বৃহস্পতিবার ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমরা একটা লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বিশ্বকাপের আগে আমাদের দলকে তৈরি করে নেওয়া। এতিহাদ স্টেডিয়ামে (ম্যাঞ্চেস্টার সিটি-র মাঠ) ইতালির মতো দলের বিরুদ্ধে খেলে সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব বলেই মনে হয়।’ একই সঙ্গে সাম্পাওলি মনে করেন, এতিহাদ স্টেডিয়ামেও তার দলের জন্য সমর্থনের অভাব হবে না। ‘আর্জেন্টিনার জাতীয় দল যখন যেখানেই খেলে, তখন দেশের মানুষ চায় সেই মাঠে পৌঁছে যেতে। আমি নিশ্চিত, এই ম্যাচেও সমর্থনের অভাব হবে না।’

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে মারাদোনা বলেন, ‘আমি সাম্পাওলি-কে চিনি না। জানি না, ও কী ভাবে দলকে খেলায়। তবে আর্জেন্টিনার এই দলটার অনেক ফুটবলারকেই খুব ভাল করে চিনি। জানি, ট্রফি জেতার জন্য ওরা নিজেদের উজাড় করে দেবে। অবশ্যই বিশ্বকাপ জেতার একটা ভাল সুযোগ আছে আর্জেন্টিনার।’

গতকাল বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার সিটির মাঠে প্র্যাক্টিসে মেসি-কে যে ফর্মে দেখা গিয়েছে, তাতে অবশ্য আশ্বস্ত হতে পারেন আর্জেন্টিনার সমর্থকেরা। এ দিন প্র্যাক্টিসে সেন্টার লাইনের কাছে বল পেয়ে বেশ কয়েক জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে যান তিনি। এর পরে ম্যাঞ্চেস্টার সিটি-র সাত-আট বছরের খুদে ফুটবলারদের সঙ্গেও সময় কাটান। সব মিলিয়ে কিন্তু ইতালির বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজেই রয়েছেন ‘ফুটবল-ঈশ্বর।’ 

শুক্রবারের ফিফা ফ্রেন্ডলি-

রাশিয়া বনাম ব্রাজিল (রাত ৯-৩০), জার্মানি বনাম স্পেন (রাত ১.১৫),

আর্জেন্টিনা বনাম ইতালি (রাত ১.১৫), পর্তুগাল বনাম মিশর (রাত ১.১৫)। 

তথ্যসূত্র: আনন্দবাজার।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি