ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বোল্টকে ফুটবল শেখালেন ম্যারাডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২৩ মার্চ ২০১৮

উসাইন বোল্ট, দৌঁড়ে তার সমকক্ষ কেউ নেই। সেই বিশ্বখ্যাত দৌঁড়বিদ এবার ফুটবল খেলতে চান। ফুটবল শেখার জন্য তিনি গুরু হিসেবে বেছে নিলেন খেলাটির কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে। সম্প্রতি সুইজারল্যান্ডে এক প্রচারণামূলক অনুষ্ঠানে কিভাবে ফুটবল খেলতে হয়, তা ধরে ধরে শিখিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

এই অনুষ্ঠানে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো, হল্যান্ডের প্যাট্রিক ক্লুইভার্ট, ফ্রান্সের ডেভিড ত্রেজগুয়েট, আর্জেন্টিনার হের্নান ক্রেসপো, ব্রাজিলের রবার্তো কার্লোস, ইতালির অ্যাঞ্জেলো পেরুজ্জি এবং কলম্বিয়ার ফস্তিনো আসপ্রিয়া। ছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফেন্তিনোও।

সেখানে সর্বকালের সেরা দৌঁড়বিদকে কিভাবে ফুটবলে শট নিতে হয়, সেটি দেখিয়ে দিচ্ছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা উসাইন বোল্টকে বলেন, ভালো খেলেছ, তবে সবসময় সোজা করে শট নেবে।

উল্লেখ্য, গত বছর অ্যাথলেটের জগতকে বিদায় জানান বোল্ট। এরপরই ফুটবলকে পেশা হিসেবে নিতে চান বলে ঘোষণা দেন। পরে ম্যানচেস্টার ইউনাইটেড আর বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অনুশীলনেও অংশ নিয়েছেন বোল্ট।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি