ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মমতার সাথে সাক্ষাৎ শামি পত্নী হাসিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৩৭, ২৪ মার্চ ২০১৮

অবশেষে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে সাক্ষাৎ করতে সমর্থ হলেন হাসিন জাহান। তিনি এমন একটি সময়ে মমতার সাক্ষাৎ পেলেন যার একদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড পেসার মোহাম্মদ শামির সাথে চুক্তি নবায়ন করেছে।

আজ শুক্রবার দুপুরে পশ্চিম বঙ্গের রাজ্য সভায় মমতা ব্যানার্জীর কার্যালয়ে গিয়ে দেখা করেন শামির স্ত্রী হাসিন জাহান। বিষয়টি নিশ্চিত করে ভারতীয় বার্তা সংস্থা আইএনএস।

শামির বিরুদ্ধে দায়ের করা পরকীয়া, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতন মামলায় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীকে পাশে চায় হাসিন। আজকের সাক্ষাতে প্রায় ১০ মিনিট মমতা ব্যানার্জীর সাথে আলোচনা করেন হাসিন জাহান। এসময় মমতা ব্যানার্জী হাসিনকে সাহায্য করার আশ্বাস দেন।

হাসিন-শামি ইস্যু পর্যবেক্ষণ করবেন বলে আশ্বাস দেন মমতা ব্যানার্জী।

এদিকে গতকাল বৃহস্পতিবারই শামির সাথে চুক্তি নবায়ন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘গ্রেড-বি’ ক্যাটেগরিতে এই চুক্তি নবায়ন করা হয়। একই সাথে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএল এও খেলার অনুমতি পেয়েছেন ভারতীয় জাতীয় দলের এই পেসার।

এর আগে হাসিনের অভিযোগের সূত্র ধরে শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এ জড়িত থাকার বিষয়ে তদন্তও করে বিসিসিআই। এই তদন্ত থেকেও অব্যাহতি দেওয়া হয় শামিকে।

বিসিসিআই থেকে ‘ক্লিন চিট’ পাওয়ার পর ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ভারতীয় বোর্ডের প্রতি সবসময়ই আমার আস্থা ও ভোট ছিল। আমি খুবই খুশি যে তারা সুষ্ঠুভাবে বিষয়টির তদন্ত করেছে এবং সত্য শেষমেশ উন্মোচিত হল”।

স্ত্রী হাসিন মধ্যস্থতায় আগ্রহী নয় জানিয়ে তাকে আইনগতভাবে মোকাবেলা করার কথাও জানায় মোহাম্মদ শামি।

সূত্রঃ এনডি টিভি

//এস এইচ এস//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি