সামাজিক মাধ্যমে মারা গেলেন শোয়েব আখতার!
প্রকাশিত : ২১:১০, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৩৬, ২৪ মার্চ ২০১৮
মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের সাবেক অন্যতম ফাস্ট বোলার শোয়েব আখতার। আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে এই পোস্ট করেন। লোকটি পোস্টে লিখেন শুক্রবার সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার মারা যান। এই খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।
পরে মৃত্যুর খবর শোয়েব আখতারের কাছে এসে পৌঁছায়। তবে, নিজের মৃত্যুর গুজব খবরের প্রতিক্রিয়া দিলেন একবারে মজা করেই।
টুইটারে শোয়েব লিখেন, প্রতিদিন ওই ফলের দোকানে কাছ দিয়ে যাই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের অন্যতম এই ফাস্ট বোলার। দেশের প্রত্যন্ত অলগলি থেকে তরুণ তুর্কিদের ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সামাজিক গণমাধ্যমে।শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন তিনি। সূত্র: জি নিউজ
এমএইচ/