ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শচিনের পা ছুঁলেন কাম্বলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২৩ মার্চ ২০১৮

শচিন টেন্ডুলকার আর ভিনোড কাম্বলি ভারতের ক্রিকেট ইতিহাসের জন্য অন্যতম উল্লেখযোগ্য এক জুটি। আন্তঃস্কুল টুর্নামেন্টে এই দুই ব্যাটসম্যান ইতিহাস গড়ে করেছিলেন ৬৬৪ রানের জুটি। এরপর দীর্ঘদিনের রাগ অভিমান। সেই কাম্বলিকেই দেখা গেল শচিনের পা ছুঁয়ে সম্মান জানাতে। আর প্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে নিতে এক মুহুর্তও দেরি করেনি ‘মাস্টার-ব্লাস্টার’।

গত বুধবার মুম্বাই টিটুয়েন্টি লীগের ফাইনাল ম্যাচ ছিল শিভাজী পার্ক লায়ন্স আর ট্রাম্প নাইটস মুম্বাই নর্থ ইস্টের মধ্যে। এতে ৩ রানে পরাজিত হয় লায়ন্স। লায়ন্স দলের কোচ হলেন ভিনোদ কাম্বলি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স আপ শিরোপা নিতে মঞ্চে আসেন ভিনোদ কাম্বলি। তার কাছে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল সুনীল গাভাস্কারের। তবে কাম্বলিকে আসতে দেখে শচিনকে দিয়েই পুরস্কার তুলে দেন গাভাস্কার।

এ সময় মঞ্চে উঠেই ভারতের কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের পা ছুঁয়ে শ্রদ্ধা জানাতে যান ভিনোদ। তবে শচিনের বদান্যতায় শেষমেশ সফল হতে পারেননি ভিনোদ। বরং বাল্যকালের প্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে নেন এই ভারতীয় গ্রেট।

বেশ কয়েক বছর আগে নিজের ক্যারিয়ারের বিপর্যস্ত সময়ে বন্ধু শচিনকে পাশে পাননি বলে অভিযোগ জানিয়েছিলেন ভিনোদ। এরপর থেকেই দুই জনের মাঝে কিছুটা ‘শীতল’ অবস্থা বিরাজ করতে থাকে।

তবে এসবের মাঝেও গত বছর এক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেখা হয়েছিল এই দুই বন্ধুর। এমনকি একে অপরের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ও করতেন শচিন ও কাম্বলি।

সম্প্রতি কোচিং এর মাধ্যমে আবারও ক্রিকেটে ফিরে আসেন ভিনোদ কাম্বলি। আর এর জন্য অবশ্য কৃতিত্ব দিতে ভোলেননি শচিনকে। প্রায়ই তিনি শচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, কোচিং এর মাধ্যমে সবুজ মাঠে ফিরে আসতে বন্ধু শচিনই তাকে অনুপ্রাণিত করে।

গতকাল বৃহস্পতিবার দেশটির এক গণমাধ্যমকে কাম্বলি বলেন, “আমি যখন ক্রিকেট থেকে অবসর নিলাম তখন একটু দ্বিধায় ছিলাম যে, আমি কী ধারাভাষ্যকার হব নাকি বিশেষজ্ঞ হিসেবে টিভিতে কাজ করব। কিন্তু ক্রিকেটের ওপর সবসময়ই আমার ভালবাসা ছিল। তাই আমি আবার কোচ হয়েই মাঠে ফিরে এসেছি”।

এদিকে কাম্বলির শচিনের প্রতি শ্রদ্ধা নিবেদন আর কাম্বলিকে শচিনের বুকে জড়িয়ে নেওয়ায় দুই জনই ক্রিকেট ভক্তদের প্রশংসায় সিক্ত হচ্ছেন।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি